ফটিকছড়িতে আ’লীগের বিজয় র্যালী অনুষ্ঠিত
একুশে জার্নাল
ডিসেম্বর ১৬ ২০১৮, ০৫:২৫
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফটিকছড়ি পৌর সদরে বিজয় র্যালী বের করেছে ফটিকছড়ি উপজেলা অাওয়ামীলীগ। গতকাল (১৫ সিসেম্বর)শনিবার, দুপুরে উপজেলা সদরের দলীয় কার্যলায়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক হয়ে বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে র্যালীটি পূণরায় দলীয় কার্যলায়ের সামনে এসে শেষ হয়।
র্যালীটিকে কেন্দ্র করে দলীয় কার্যলায়ের সামনে সকাল থেকে অাওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা অাওয়ামী লীগ, স্বেচ্চাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা দলে দলে মিছিল সহকারে সমবেত হন।
এসময় উপস্থিত ছিলেন একাদশ সংসদ নির্বাচনের নৌকার বিদ্রোহী প্রার্থী অাপেল প্রতীকের প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা অা’লীগের সভাপতি মজিবুল হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, সহ-সভাপতি গোলাপুর রহমান, শাহ অালম সিকদার, অাবু তালেব, দিদারুল বশর চৌধুরী দুদু, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান স্বপন, তছলিম বিন জহুর, অামান উল্লাহ চৌধুরী লিটন,
শাহনেওয়াজ, সৈয়দ অাব্দুল মান্নান, কাজী মাহমুদুল হক, সরোয়ার উদ্দীন, শামসুদ্দীন, মো.অালী চৌধুরী, বোরহান অাহমেদ, অাবুল কাশেম, এমরান চৌধুরী, রফিকুল ইসলাম, নুরুল অালম, জানে অালম কোম্পানী, জানে অালম, শফিউল অাজম, জসিম উদ্দীন, অাবু তাহের মিয়া, জসিম উদ্দীন মুহুরী, মহিউদ্দীন চৌধুরী, অাব্দুল হামিদ, একে অাজাদ বাবুল, শাহেদুল অালম, মাইনুল করিম সাউকি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রায়হান রুপু, সাদেক অালী সিকদার শুভ প্রমূখ।
এ সময় বিজয় স্লোগানের পাশাপাশি পেয়ারুল ইসলামের সমর্থনে স্লোগানে স্লোগানে অাওয়ামী লীগের দলীয় কার্যালয় এলাকা মুখরিত হয়ে উঠে।