ফটিকছড়িতে আবারো ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৬ ব্যবসায়ীকে অর্থদণ্ড
একুশে জার্নাল ডটকম
মে ২০ ২০২০, ০৪:২৪

মোহাম্মদ জিপন উদ্দিন,চট্টগ্রাম;
গতকাল (১৮ মে) ফটিকছড়ি বিবিরহাট বাজারে ভোররাতে ভ্রাম্যমাণ আদালত অভিযানের একদিন পর আবারো উপজেলার কাজিরহাট বাজার এবং নারায়ণহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এসময় ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৭০০০(সাতানব্বই হাজার) টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৫টা হতে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার অন্তর্ভুক্ত কাজিরহাট বাজার এবং নারায়ণহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট অসময়ে খুলে ব্যাপক জনসমাগম ঘটিয়ে সামাজিক নিরাপত্তার বিঘ্ন ঘটানোর অপরাধে মোট ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন মাত্রায় সর্বমোট ৯৭০০০(সাতানব্বই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ জানে আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনী সহায়তা প্রদান করেন ভুজপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আব্দুল্লাহ ও তার দল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গতকাল (১৮ মে) ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু করে সাড়ে সাতটা পর্যন্ত ফটিকছড়ি বিবিরহাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের নেতৃত্বে ও ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আকতারের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও নির্দেশনা অমান্য করার কারণে মোট ১৪টি মামলা ও ২লাখ ৪০হাজার ২’শ টাকা জরিমানা করা হয়।