ফটিকছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৮ ২০২০, ১৮:৪১
মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম: কোভিড-১৯ সংকট: “সাক্ষরতা শিক্ষায় পরিবর্তন শিখন শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” এই প্রতিপাদ্য বিষয়ে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা জহরুল হক হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব। এসময় আরোও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন ও উপজেলা পরিষদসহ সরকারের বিভিন্ন দপ্তরপ্রধানরা।