ফটিকছড়িতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ মোবাইল সিএনজি স্টেশনকে জরিমানা
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১৪ ২০২০, ১৩:১৮
মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রাম ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নে অবৈধ ও ঝুঁকিপূর্ণ মোবাইল সিএনজি স্টেশনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে ১লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৩ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন।
বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর আওতায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ ব্যবসা আর করবেনা মর্মে মুচলেকা নেয়া হয়।
এ সময় মোবাইল কোর্টকে সহযোগিতা করেন ফটিকছড়ি থানা চট্টগ্রাম এর জাফতনগর বিটের পুলিশ সদস্যরা।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ একটি চক্র অবৈধ ও ঝুঁকিপূর্ণ মোবাইল সিএনজি স্টেশনের ব্যবসা করে আসছিল।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন বলেন, এ ব্যাপারে আমি আগে জানতাম না, কারণ ফটিকছড়ির শেষ সীমানায় হওয়ায় সবাই ভেবেছিল এটা রাউজানের তাই কেউ আমাকে জানায়নি, গতকাল যখন জানতে পারলাম সাথে সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা করা হয় এবং এ অবৈধ ব্যবসা আর করবেনা মর্মে মুচলেকা নেয়া হয়। এ ধরণের কোন ধরনের অবৈধ ব্যবসা ফটিকছড়িতে করতে দেয়া হবেনা বলেও হুশিয়ারি দেন তিনি।