ফটিকছড়িতে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
একুশে জার্নাল
ডিসেম্বর ০১ ২০১৮, ১৪:১১
নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক চাই এর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রজত জয়ন্তী উদযাপন করেছে নিরাপদ সড়ক চাই ফটিকছড়ি উপজেলা।
কেক কাটা ও র্যালীর মাধ্যমে তারা রজত জয়ন্তী উদযাপন করে। আজ (১ ডিসেম্বর) সকাল ১১ টায় ফটিকছড়ি সদরস্থ ফটিক প্লাজায় নিসচা ফটিকছড়ি উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ইমরান হোসাইনের সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিক প্লাজার চেয়ারম্যান জনাব হাবিবুল্লাহ বাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ হাসান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি ফটিকছড়ি উপজেলার সভাপতি আবছার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএমজি ক্লাবের সভাপতি সাংবাদিক ফখরুল ইসলাম। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী সেলিম জাহাঙ্গীর টিপু।
বক্তারা ফটিকছড়ি উপজেলা সহ সারা বাংলাদেশে সড়ক দুর্ঘটনা নিরসনে সর্ব মহলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সবাইকে তাদের নিজ নিজ অবস্থান থেকে কার্যকরী ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন।
এরপর একটি র্যালি বাজারের প্রধান সড়কটি প্রদক্ষিন করে। এতে আমন্ত্রিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন নুর একাডেমীর পরিচালক সাংবাদিক এইচ.এম. সাইফুদ্দীন, সাংবাদিক সাইফুল ইসলাম,আসক ফাউন্ডেশন ফটিকছড়ির সহ-সভাপতি আলী আকবর, যুবনেতা শফিউল আলম ঝিনুক, ছাত্রনেতা ওসমান, ছাত্রনেতা শহীদুল সহ নিসচা ফটিকছড়ি উপজেলার সদস্যবৃন্দ।