প্রে‌মিক‌ার বাড়িতে ডেকে নিয়ে প্রে‌মিককে পিটিয়ে হত্যা; আটক ৩

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৩ ২০২০, ২১:১০

প্রতীকি ছবি

রেজওয়ান উল্লাহ,কলারোয়া(সাতক্ষীরা): সাতক্ষীরার কলা‌রোয়ায় প্রে‌মিকার প‌রিব‌া‌রের সদস্য‌দের বিরুদ্ধে প্রে‌মি‌ককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েটির মা, দাদা রিয়াজউদ্দীন ও একই গ্রামের ইউপি সদস্য আব্দুল জলিলকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। পলাতক র‌য়ে‌ছে মে‌য়ে‌টির পিতাসহ অন্যান্যরা।

বৃহস্প‌তিবার (২৩ এ‌প্রিল) দুপু‌রে ওই যুবক‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার প‌থে তার মৃত্যু হয়। এর আ‌গে বুধবার রা‌তে উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে প্রে‌মিকার বা‌ড়ি‌তে ডে‌কে নি‌য়ে বেদম মার‌পিট করা হয় তা‌কে।

‌নিহত যুব‌কের নাম জ‌নি। সে একই গ্রা‌মের বজলু রহমান শে‌খের ছে‌লে।

স্থানীয়রা জানায়, উপজেলার পাইকপাড়া গ্রামের কামরুল ইসলামের দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ের (১৬) সাথে একই গ্রামের বজলু রহমান শেখের ছেলে জনি’র প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সূত্র ধরে বুধবার গভীর রাতে মেয়েটির সাথে ছেলেটি মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় মেয়েটির পিতা কামরুল পাশের ঘর থেকে বিষয়টি বুঝতে পারে। এসময় মেয়েকে ডেকে জিজ্ঞাসা করলে প্রথমে ‌সে প্রে‌মের বিষয়‌টি অস্বীকার করে। একপর্যায়ে বার বার জিজ্ঞাসাবাদে মেয়েটি ছেলেটির নাম উল্লেখ করে বলে তাকে প্রায় মোবাই‌লে সে বিরক্ত করে।

পরে মেয়েটির পিতা বিষয়টি পরিবারের সকল সদস্যদের জানায়। সকলের সিদ্ধান্তক্রমে মেয়েকে দিয়ে রাতেই ছেলেটিকে তাদের বাড়িতে ডেকে এনে বেদম মারপিট করে হাত-পা ভাঙ্গাসহ মাথা থেতলে দিয়ে গুরুতর আহত করে।

বিষয়‌টি ছেলেটির অভিভাবকরা জানতে পেরে আহত জ‌নিকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবন‌তি হ‌লে চি‌কিৎসকরা তা‌কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সে মোতাবেক বৃহস্পতিবার দুপুরে খুলনায় নিয়ে যাওয়ার পথিমধ্যে ছেলেটি মারা যায়।

এ বিষয়ে মেয়েটির পিতা কামরুল ইসলামের সাথে ০১৭১১-৩৭৯৪৯৩ নম্বর মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে‌ছে। জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে আটক করা হয়েছে।