প্রেসিডেন্টস স্কাউট এ্যাওয়ার্ড পেলেন জুড়ীর ৪ শিক্ষার্থী
একুশে জার্নাল
অক্টোবর ১৪ ২০২০, ১০:৪৭
জহিরুল ইসলাম সরকার, জুড়ী প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্টস স্কাউট এ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করছেন মৌলভীবাজার জেলার ৫ জন স্কাউট। এর মধ্যে ৪ জনই জুড়ী উপজেলার। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
তারা হলেন, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের জাঙ্গিরাই গ্রামের মুজিবুর রহমান আজিজি এর পুত্র আব্দুল্লাহ আল মাহি আজিজি, আমতৈল গ্রামের প্রণয় রঞ্জন দাস এর পুত্র প্রাঞ্জল দাস ও হরিরামপুর স্টেশন রোডের ইন্দ্রমোহন সুত্রধর এর কন্যা সুপ্রিয়া সূত্রধর ঐশী। জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের স্কাউট জায়ফরনগর গ্রামের মতছিন আলী এর পুত্র মোস্তাফিজুর রহমান। এদের সবাই বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী।
উল্লেখ্য, প্রেসিডেন্টস স্কাউটস এ্যাওয়ার্ড স্কাউটের জাতীয় পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা যা মহামান্য রাষ্ট্রপতি প্রদান করে থাকেন।