প্রেমের টানে ১০ম শ্রেণীর ২ শিক্ষার্থী উধাও

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ১১ ২০২৫, ২২:৫১

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাহির শিমুল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর দুই শিক্ষার্থী মুকাররমের ছেলে নাইম (১৫), বাহার উদ্দিনের মেয়ে শিউলী (১৪) প্রেমের টানে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে চলে যায়।

ঘটনাটি ঘটেছে হালুয়াঘাট উপজেলার ১১ নং আমতৈল ইউনিয়নের বাহির শিমুল গ্রামে।

জানা যায়, গত মঙ্গলবার সকাল ৭ টায় প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে একই গ্রামের নাইম ও শিউলী বাড়ি থেকে বের হয়ে চলে যায়। অনেক জায়গায় খোঁজাখুজির পর তারা গাজীপুরে অবস্থান করছেন বলে জানা গেছে।

এই বিষয় মেয়ের ভাই বলেন, শুনেছি আমার বোনকে প্রথমে তাদের বাড়িতে নিয়ে যায়, সেখান থেকে তারা কৌশলে অন্যত্র পাঠিয়ে দিয়েছে। আমরা আমাদের বোনকে ফেরত চাই। আমার বোনের বয়স মাত্র ১৪ বছর।
আমার বাবা অতি সহজ সরল মানুষ। বোনকে উদ্ধার করতে কেমনে কি করতে হয় তা আমরা জানি না।

এই বিষয়ে জানতে চাইলে ১১ নং আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল রহমান শফিক বলেন,” গতকাল (মঙ্গলবার) রাত ১০ টায় মেয়ের বাবা আমাকে ফোন দিয়ে ঘটনাটি অবগত করলে, আমি ছেলের বাবাকে ফোন দিয়ে এনে তাদের সমস্যাটি পারিবারিকভাবে মেটানোর জন্য বলি।”
নিউজ লেখার সময় পর্যন্ত মেয়েকে ফেরত দিতে পারেনি ছেলের পরিবার। এই বিষয়ে তারা কোনো ধরণের আইনি পদক্ষেপ গ্রহণ করবে কি না তা জানা যায়নি।