“প্রিয় হেমায়েত ভাই তুমি জান্নাতি হও” -আব্দুর রব ইউসুফী
একুশে জার্নাল
অক্টোবর ১২ ২০১৯, ২১:১৮

অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন একজন অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ঘরোয়া পরামর্শে, মাঠের কর্মসুচীতে, আইনের যথার্থতা রক্ষায়, অসুস্হ-আহতদের সেবায়, গ্রেফতারকৃতদের মুক্তির দৌড়-ঝাঁপে, কোথায় নেই মরহুম মাও হেমায়েত উদ্দিন। মঞ্চের বক্তৃতায়, বিভিন্ন দল ও ব্যক্তির সাথে লিয়াজোঁ সব কিছুতেই তাঁর যেমন ছিল আগ্রহ, তেমনি ছিল পারঙ্গমতা। সফলতায় যেমন আনন্দ পরিলক্ষিত হত, তেমনি লক্ষ্য অর্জিত না হলে মুষড়ে যেতেন না।
মাও. হেমায়েত উদ্দিনের সাথে দীর্ঘ দিন থেকে পরিচয় না থাকলেও সেই হাফেজ্জী হুজুর রহ. এর আন্দোলন থেকে তাঁকে জানা, এক সাথে চলা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, নাস্তিক-মুরতাদ-কাদিয়ানি বিরোধী আন্দোলনে এক কাতারে দাঁড়িয়ে কাজ করার সৌভাগ্য হয়েছে। ইসলামের এই অকুতোভয় সিপাহসালারের জুড়ি পাওয়া বড়ই দায়।
আল্লাহ তায়ালা মরহুমের সকল খেদমতকে কবুল করুন। তাঁর পরিবার পরিজনের কাফালত গ্রহণ করুন। আমীন।