প্রিয় নবী মুহাম্মদ রাসূল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৪ ২০২০, ১৫:৪১

মুহাম্মদ শাহরিয়ার হোসাইন শিহাব


অন্ধকার নগরিতে আলোর প্রদীপ নিয়ে

এলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূল।

আল্লাহর দেওয়া রহমত তাঁরি

ধরা হলো আজ ব্যাকুল ।

প্রিয় নবী মুহাম্মদ রাসূল।

অগ্নিগির্জা ভেঙ্গে যিনি দেখালেন সঠিক কুল

সত্যের পথে যিনি ছিলেন সদা মশগুল।

কাফের-মুশরিক সবাই যেন হলো ধন্যদোল

ভলোবাসা, প্রীতিমাখা যারি কলরোল

প্রিয় নবী মুহাম্মদ রাসূল।

মরুর বুকে এলেন তিনি প্রীতি-মমতা নিয়ে

দুষ্কর আর অত্যাচার বিলুপ হলো সবদিকে।

মা আমেনার কোলে যেন, মদীনার বুলবুল

বাদলের হাসিটুকু বাজলো গ্রুম-ডোল,

প্রিয় নবী মুহাম্মদ রাসূল।