প্রিয়া সাহা’র মন্তব্যে নীরব মার্কিন রাষ্ট্রদূত
একুশে জার্নাল ডটকম
জুলাই ২০ ২০১৯, ১৯:৩৩
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের প্রিয়া সাহার অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত শুক্রবার (১৯ জুলাই) রাজধানীর বৌদ্ধমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকরা তাঁর কাছে পিয়া সাহার বক্তব্যের বিষয়ে জানতে চেয়েছিলেন। সে সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওই বিষয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে বাংলাদেশে গত আট মাসের কাজের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, এই দেশ ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বিশ্বের কাছে দৃষ্টান্ত।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে প্রিয়া সাহার মন্তব্য সঠিক নয় বলে রাষ্ট্রদূত বক্তব্য দিয়েছেন। এটি সঠিক নয়। রাষ্ট্রদূতের সেই বক্তবের অডিও বিশ্লেষণ করেও নিশ্চিত হওয়া গেছে যে তিনি প্রিয়া সাহার বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেননি।