প্রিন্স বন্দরের মৃত্যুতে সাদ সাইফুল্লাহ মাদানীর শোক প্রকাশ
একুশে জার্নাল
জুলাই ৩০ ২০১৯, ১৩:১৩
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল আজিজ এর বড় সন্তান প্রিন্স বন্দর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আরবের বিখ্যাত চ্যানেল আলিফ আলিফ এফএম এর নির্বাচিত ক্বারী, আল্লামা ইসহাক মাদানী রহ. সুযোগ্য সাহেবজাদা শাইখ সাদ সাইফুল্লাহ মাদানী।
৩০ জুলাই মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় শাইখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, শাসক পরিবারটির সবচেয়ে বয়স্ক ও আদর্শবান সদস্য ছিলেন প্রিন্স বন্দর, কুরআন হাদীস সম্পৰ্কে ছিল তার জ্ঞান ও ধ্যান তিনি ওলামায়ে কেরামকে যথেষ্ঠ সম্মান করতেন,পাঁচ ওয়াক্ত নামাযে ছিলেন খুব গুরুত্ববান, খোদাভীরু এবং ক্ষমতা বিমূখ একজন প্রিন্সের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।
তিনি আরো বলেন, একজন রাজপরিবারের অন্যতম সদস্য হওয়া সত্বেও সাদাসিদে জীবন যাপন করতেন,উচ্চ বিলাসিতা বলতে তার মধ্যে কিছুই ছিলনা।
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বড় ভাই প্রিন্স বন্দর বিন আব্দুল আজিজ আল সৌদ, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৬ বছর।
রোববার বিকালে তার মৃত্যু হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র আমাদের জানায়। বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল আজিজ সৌদের জীবিত সন্তানদের মধ্যে সবার বড় ছিলেন প্রিন্স বন্দর। এছাড়া শাসক পরিবারটির সবচেয়ে বয়স্ক সদস্য ছিলেন তিনি।
তার সন্তানরা দেশটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও। ১৯২৩ সালে জন্ম নেয়া এ প্রিন্স কখনো রাষ্ট্রীয় কোনো পদ দায়িত্ব পালন করেননি।


