প্রিন্সিপাল হুজুরের ইন্তেকালে খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার শোক প্রকাশ।
একুশে জার্নাল
অক্টোবর ১৯ ২০১৮, ২০:৫০
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সিলেটের জামেয়া মাদানিয়া কাজির বাজারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের (প্রিন্সিপাল হুজুর) ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র খেলাফত মজলিস।
সংগঠনের যুক্তরাষ্ট্র শাখা সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাসেম ও সেক্রেটারি মুহাম্মদ ইউসুফ জসিম এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নেতৃদ্বয় বলেন,কিছু মানুষ এমন আছেন, যাদের আগমনে পৃথিবী আনন্দিত হয় আর প্রস্থানে ব্যথিত হয়। তাদের বিদায়ে সবার সাথে পৃথিবীও কাঁদে।
কারণ, মাওতুল আলিমি মাওতুল আলমে।
একজন আলেমের মৃত্যু মানে পৃথিবীর মৃত্যু!
ঠিক তেমনই একজন বিদ্ব্যান আলেম হলেন হযরত মাওলানা প্রিন্সিপাল হাবিবুর রহমান।
দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।
সাংগঠনিক তৎপরতায়ও তার গঠনমূলক ভূমিকা প্রেরণাদায়ক।
তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর।
ইসলামবিরোধী নানা অপতৎপরতা এবং সামাজিক অপরাধ-অনাচারের বিরুদ্ধে তার সোচ্চার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহ হজরতকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন।
আল্লাহুম্মা আমীন।