প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের সাথে মাওলানা ফয়েজ আহমদের মতবিনিময়
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৪ ২০১৮, ১৫:২৭
বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমীর প্রিন্সিপাল আল্লামা মুহাম্মদ হাবিবুর রহমান দাঃ বাঃ এর সাথে সাংগঠনিক ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ।এসময় সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুনসিফ আলী মেম্বার,সাধারণ সম্পাদক এস এম শাহিদ আহমদ,জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুহতারাম আমীরে মজলিস সংগঠনের যুক্তরাজ্য শাখা ও সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম এর ব্যাপারে খোঁজ খবর নেন।এ সময় তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যক্রম কে তৃণমূল পর্যায়ে আর জোরদার করতে সকলের প্রতি আহবান জানান।