প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রাহমান স্মরণে খেলাফত মজলিস ক্যামব্রিজ শাখার আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
নভেম্বর ০১ ২০১৮, ১৫:১৮
গত ৩১শে অক্টোবর ২০১৮ইং রোজ বুধবার দুপুর ১২ ঘটিকায় খেলাফত মজলিস ক্যামব্রিজ শাখার সভাপতি মাওলানা নোমান উদ্দীনের সভাপতিত্তে মরহুম প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান (রহঃ) স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিল শাখার স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শাখার সাধারণ সম্পাদক জনাব হারুন মিয়া তালুকদারের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এতে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস নেতা জনাব আব্দুল মুহিত, জনাব আবুল কাশেম, জনাব হাছান আহমেদ, সর্বজনাব হাবীব জাকারিযা, নির্বাহী সদস্য ইমদাদুল হক ও আবুল লেইছ মুবীন প্রমুখ।
স্মরণ সভার সভপতি মাওলানা নোমান উদ্দীন বলেন, মরহুম প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান (র) ছিলেন খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন তথা ইনসাফ প্রতিষ্ঠার এক নির্ভীক সৈনিক ছিলেন। আমরা ঐক্যবদ্ধ ভাবে তাঁর অসমাপ্ত কাজ কে দুনিয়া আখেরাতের কল্যানের জন্য এগিয়ে নেওয়ার আহবান জানান।