প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ.’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ২৬ ফেব্রুয়ারি
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২২ ২০২২, ১৯:৪৯
ইসলামী সমাজ বিপ্লবের চেতনা ও আদর্শের বাতিঘর,অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের প্রাণপুরুষ,বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমীর,নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনের আপসহীন সিপাহসালার,বীর মুজাহিদ, প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ.’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২২ ইংরেজি রোজ শনিবার বেলা ২টায় সিলেট নগরীর দরগাহ গেইটের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমিরে মজলিস শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন সিনিয়ার নায়েবে আমির,কারা নির্যাতিত মজলুম জননেতা মাওলানা ইউসুফ আশরাফ,নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী,ভারপ্রাপ্ত মহাসচিব কারানির্যাতিত মজলুম আলেমে দ্বীন, জননেতা মাওলানা জালালুদ্দীন আহমদ সহ আরও অনেকে।
বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় ও স্থানীয় নেতৃবর্গ।
খ্যাতিমান বরেণ্য রাজনীতিবিদ প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ.’র জীবনের নানা অধ্যায়ে নতুন প্রজন্মের জন্য রয়েছে জীবন চলার অনেক পাথেয়। তাই গুরুত্বপূর্ণ এই সমাবেশে সকলের অংশ গ্রহণ করা উচিত।