প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রাহমান রহ. স্মরণে খেলাফত মজলিস যুক্তরাজ্যের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
অক্টোবর ২০ ২০১৮, ১০:৩০

নিজস্ব সংবাদদাতা: গতকাল ১৯ অক্টোবর ২০১৮ রোজ শুক্রবার ইস্ট লন্ডনস্থ আলহুদা সেন্টারে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা সভাপতি মাওলানা সাদিকুর রাহমানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল করীম উবায়েদের পরিচালনায় এতে কোরআন তেলাওয়াত করেন, মাওলানা আবুল কাশেম।
উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচীব ও ইউরোপ শাখা পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, খলিফা হেকিম আখতার (রাহঃ) ও প্রধান উপদেষ্ঠা জমিয়তে উলামা ইসলাম ইউরোপ শায়খ মাওলানা আসগর হোসাইন সাহেব, চেয়ারম্যান কাউন্সিল অফ মস্ক ও ফোডস্কোয়ার মসজিদের ইমাম ও খতীব শায়খ হাফিজ শামসুল হক সাহেব।
বিশেষ অতিথি ছিলেন, শায়খে কাতিয়া (রাহঃ) এর সাহেবজাদা ক্বারী শেখ উবাইদুল্লাহ, বিশিষ্ট কাউন্সিলার জনাব সদরুজ্জামান খান, খেলাফত মজলিস যুক্তরাজ্যের সহ সভাপতি মাওলানা শওকত আলী, হাফিজ আব্দুল কাদির, মুফতী হাসান নুরী চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব নূর বক্স সাহেব।
আর আলোচনা পেশ করেন, কমিউনিটি নেতা আলহাজ্ব ইসবাহ উদ্দীন, যুক্তরাজ্য শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক সৈয়দ মারুফ আহমদ, লন্ডন সিটির সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রাহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা নুফাইছ আহমদ বরকতপুরী ও বো শাখার সভাপতি মাওলানা রশিদ আহমদ প্রমুখ।