প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রাহ. স্মরণে ছাত্র মজলিসের দু’আ মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ২১ ২০১৮, ১৩:৩৬

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্র মমজলিস সিলেট মহানগরীর উদ্যোগে ২১ অক্টোবর ২০১৮, রবিবার, বাদ আসর, মহানগর মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রয়াত সংগ্রামী আমীর, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের প্রতিষ্ঠাতা, আল্লামা আব্দুল জলিল বদরপুরী রাহ.-এর খলিফা, শায়খুল হাদীস প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রাহ. এর রুহের মাগফিরাত কামনায় দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি মুহাম্মদ রশীদ মুশতাকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহদী হাসান জামালের পরিচালনায় উক্ত দুআ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দু’আ পরিচালনা করেন কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ মমশাদ আহমদ, মহানগর সাধারন আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি আশিকুর রহমান জাকারিয়া, জামেয়া মাদানিয়া শাখা সভাপতি ইকরামুল হক জুনাঈদ, সাবেক সভাপতি নুর আহমদ সুমন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর বায়তুলমাল সম্পাদক আব্দুল গাফফার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিন আহমদ রাজু, ছাত্র মজলিস সিলেট মহানহগর প্রশিক্ষণ সম্পাদক ফরিদ আহমদ, পূর্ব জেলা প্রশিক্ষণ সম্পাদক আহবাবুর রহমান, পশ্চিম জেলা দায়িত্বশীল শরিফ আহমদ, সিলেট মহানগরীর হায়দার আহমদ, ওয়াহিদুর রহমান মুকিত, ইসমাঈল আহমদ, ওয়াহিদুজ্জামান, মনির আহমদ, তাজুল ইসলাম প্রমুখ।