প্রায় ৮৩ শতাংশ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রকাশক নূর মোহাম্মাদ
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০৬ ২০২২, ০৭:০৪

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান ‘গার্ডিয়ান পাবলিকেশন্স এর এমডি, তরুণ সমাজ সংস্কারক, রাজনীতিবিদ নূর মোহাম্মাদ আবু তাহের। তিনি চশমা মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন। তার মোট প্রাপ্ত ভোট ১৪৯০৭টি।
আজ বুধবার (৫ জানুয়ারি) বিকেলে ভোট গণনা শেষে দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী অফিসার আয়েশা খাতুন এর স্বাক্ষরিত এক বার্তা থেকে এ তথ্য জানা যায়।
গুনাহার ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান নূর মোহাম্মাদ এর প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক প্রার্থী শাহ মোঃ আব্দুল খালেক মোট ভোট পেয়েছেন ২৯১৩টি। আর অপর প্রতিদ্বন্দ্বী মোঃ হেলাল পেয়েছেন ১৪৪টি ভোট।
গুনাহারের ৯টি ভোট কেন্দ্রে মোট ভোট পড়েছে ১৭৯৬৪টি। এর মধ্যে নূর মুহাম্মাদ আবু তাহেরই পেয়েছেন প্রায় ১৫ হাজার ভোট। যা মোট ভোটের প্রায় ৮৩ শতাংশ।