প্রার্থিতা ফিরে পেলেন রেজা কিবরিয়া

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৭ ২০১৮, ১৫:২৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে আপিল শুনানিতে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে তিনি। রেজা কিবরিয়া গণফোরামের হয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত রোববার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কমিটির সভায় রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ। সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের বিপরীতে তার সাড়ে ৫ হাজার টাকা বকেয়া থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে রেজা কিবরিয়া প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন।

এ বিষয়ে জানতে চাইলে ড. রেজা কিবরিয়া বলেন, মনোনয়নপত্র বৈধ হয়েছে। আসল কাজ হচ্ছে নির্বাচন। এখন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এটিই আমি আশা করি।