প্রাথমিক বিদ্যালয় খুলছে ১ মার্চ: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১৮ ২০২২, ০৬:৩২

করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

এর আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে বিফ্রিংকালে শিক্ষামন্ত্রী বলেছিলেন: আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন: এই মুহুর্তে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। প্রাথমিকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে আরও দুই সপ্তাহ পর। তাদের ক্লাস চলবে আগের নিয়মে।

সেই প্রেক্ষাপটে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্তের কথা জানালেন।

করোনা মহামারির প্রথম ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর ধাপে ধাপে মাসের পর মাস বন্ধ ছিল। একপর্যায়ে সীমিত আকারে খুলে দেয়া হলেও ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সর্বশেষ গত ২১ জানুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়।