প্রসিদ্ধ হাদীসগ্রন্থ “ফয়জুল কালাম” মুখস্তকারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
একুশে জার্নাল
এপ্রিল ১০ ২০১৯, ১৬:১২
হাবীব আনওয়ার
ঐতিহ্যবাহী মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসায় মুসলেহে উম্মাত মুফতী আজম ফয়জুল্লাহ রহ. রচিত প্রসিদ্ধ হাদীস গ্রন্থ “ফয়জুল কালাম ” মুখস্ত করায় কাফিয়া জামাতের ছাত্রদের পুরস্কৃত করা হয়।
আজ ১০ এপ্রিল বুধবার বাদ যোহর মাদরাসার বায়তুর রহমান জামে মসজিদে মাও. মাহমুদ হাসান ফয়জী’র সঞ্চালনায় মাদরাসার মহাপরিচালক আল্লামা নোমান ফয়জী এই পরুস্কার তুলে দেন।
এসময় তিনি বলেন, বর্তমান সময়ে হাদীস মুখস্ত করার আগ্রহটা কেমন যেন মিটিয়ে যাচ্ছে।এমন মুহূর্তে তোমরা ফয়জুল কালামের ৯১৪ টি হাদীস মুখস্ত করায় আমি আনন্দিত। মুফতী আজম রহ. প্রাথমিক ছাত্রদের জন্য বুখারী, মুসলিম, মেশকাত ইত্যাদি প্রসিদ্ধ কিতাব থেকে নির্বাচিত হাদীস সংগ্রহ করে রচনা করেছেন, ফয়জুল কালাম। সেই তখন থেকেই কিতাবটি মেখলসহ বিভিন্ন মাদরাসায় নিসাবভুক্ত করা হয়েছে। এবং ছাত্ররা খুব আগ্রহ চিত্তে মুখস্ত করে থাকে।আমি আশা করি তোমরা বুখারী শরিফও মুখস্ত করবে।
এসময় কষ্ট করে দরস দেওয়ায় ফয়জুল কালামের উস্তাদ মুফতী মাহমুদ হাসান ফয়জী’র প্রতি কৃতজ্ঞতা জানান।
পুরস্কার বিতরণ শেষে শাইখুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দুআ করা হয়।
উল্লেখ্য: ফয়জুল কালামে ৯১৪ টি হাদীস রয়েছে। যার অধিকাংশ বুখারী ও মুসলিমের। এবছর পূর্ণ ফয়জুল কালাম মুখস্ত করেছে ১০ জন।এছাড়াও ৭০০, ৬০০, ৫০০ ইত্যাদি সংখ্যায় ছাত্ররা হাদীস মুখস্ত করে।