প্রবাসী মুক্তিযোদ্ধাদের জাতীয় স্বীকৃতি দিতে হাই-কমিশনারের সাথে জেপিকেপি ইউকের সভা অনুষ্টিত
একুশে জার্নাল
জুলাই ১২ ২০১৯, ০৬:৩৬
একুশে জার্নাল ডেস্ক: গত সোমবার বিকাল ৩:৩০ মিনিটে লন্ডনস্থ বাংলাদেশ এম্বাসিতে এনআরবি ডে কে সরকারীভাবে জাতীয় দিবস ঘোষণা ,হাইকমিশনের তত্ত্বাবধানে প্রবাসীদের জাতীয় আইডি কার্ড প্রদান ও প্রবাসী মুক্তিযোদ্ধাদের জাতীয় স্বীকৃতি ও জাতীয় পুরুষ্কার দিয়ে সম্মানিত করার দাবিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের নির্বাহী পরিষদের একটি টিম যুক্তরাজ্যে বাংলাদেশ হাই-কমিশনার সাদিয়া মুনা তাসনীমের সাথে এক সভায় মিলিত হন ।
এই দাবী সমূহকে দ্রুত বাস্তবায়নের জন্য জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকেরম পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ,পররাষ্ট্রমন্ত্রী বরাবরে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করা হয় ।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের সভাপতি আশিকুর রহমান এর নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চ্যায়ার জাহাঙ্গীর খান ,মানিকুর রহমান গনি ,সাধারণ সম্পাদক মাইন্ উদ্দিন আনছার ,সহসাধরন সম্পাদক জাকির হুসাইন ,দীনা হুসাইন ,আন্তর্জাতিক এফেয়ার্স সেক্রেটারি শাহ মুনিম ,প্রেস ও পাবলিকেশ সেক্রেটারি মুহাম্মদ আনিসুর রহমান প্রমুখ ।এছাড়াও ব্রিক লেইনে হাইকমিশনের তথ্য কেন্দ্র খোলার জন্য সংগঠনের পক্ষ থেকে দাবী জানানো হয় ।
হাই-কমিশনার সাদিয়া মুনা তাসনীম তাঁর বক্তব্যে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের দাবীসমূহকে যুক্তিযুক্ত বলে অবিহিত করেন ।তিনি দাবী সমূহের বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে অবিহিত করবেন বলে আশ্বাস দেন ।