প্রবাসী ভয়েসের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৫ ২০২০, ১৯:১৮

এম. এম আতিকুর রহমান: বিশ্বব্যাপী প্রবাসীদের একটি অরাজনৈতিক প্লাটফর্মে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আত্মপ্রকাশ করা প্রবাসী ভয়েস এর ডাকে এক ভার্চুয়াল ভিডিও কনফারেন্স আজ অনুষ্ঠিত হয়।
আমেরিকা প্রবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট উবায়েদ আনসারির সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট রহমতুল্লাহ এর পরিচালনায় পবিত্র কুরআন পাক তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শহর থেকে প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এর অন্যতম হলেন লন্ডন থেকে প্রতিনিধি মাহমুদ আল মারজান, স্পেনের মাদ্রিদ প্রতিনিধি মুস্তফা হোসাইন জাকারিয়া, ইউ এ ই- দুবাই প্রতিনিধি আহমেদ সুহেল, আজমান প্রতিনিধি ফরহাদ বখত্, কাতার প্রতিনিধি এম ডি জালাল উদ্দিন, তুরস্কের ইস্তানবুল প্রতিনিধি এম ডি শরিফ উদ্দিন, ফ্রান্সের তুলন প্রতিনিধি পুঁথিকার সাহেদ আহমেদ, জার্মানির ফ্রান্কফুট প্রতিনিধি মীর মেহেদী হাসান রায়হান, জর্জিয়া প্রতিনিধি শরিফ আহমেদ লস্কর, সৌদি আরব জেদ্দা প্রতিনিধি সাইদুর রহমান, গ্রিসের এথেন্স প্রতিনিধি আলী হোসাইন হেলাল সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বিদেশে সবাই যেহেতু ভাগ্য পরিবর্তন ও পারিবারিক দায়িত্ব নিয়ে এসেছি, তাই অরাজনৈতিক ও সামাজিকভাবে পারস্পরিক সুসম্পর্ক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া উচিত। ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ঐক্যের মিছিল শানিত করে নিজেদের ভাগ্যের পরিবর্তনে সম্বলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সেই সাথে কাঁধে কাঁধে মিলিয়ে বিদেশে বড় হওয়া নতুন প্রজন্মকে নিজেদের আদর্শিক রীতিনীতির সাথে পরিচিত করতে হবে, যাতে করে বিশ্বময় শক্তিশালী এক জাতি হিসেবে নিজেদের পরিচিতি লাভ করা যায়।
সভাপতি বিশ্বব্যাপি অবস্থানরত সকল বাংলাদেশীদের দোয়া- সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়ে দেশ-মাতৃভূমির কল্যাণে সকলের যথাযত ভুমিকা প্রত্যাশা করেন।