প্রবাসীরা জাতির সম্পদ: তাদের যথাযোগ্য সম্মান ও ভালোবাসা দিন
একুশে জার্নাল
মে ১৩ ২০২০, ১৯:৪২
কে এম আবুতাহের চৌধুরী, লণ্ডন থেকে: প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশের জাতীয় সম্পদ।জাতির ধমনীতে রক্ত সঞ্চালনকারী রেমিট্যান্স যোদ্ধা। জাতির যে কোন দূর্যোগময় মুহুর্তে অতন্দ্র প্রহরী।
এবার করোনা আসার পর প্রবাসীদের প্রতি যে আচরণ করা হলো তা বড়ই বেদনাদায়ক। প্রবাসীদের কটুক্তি করা হলো। জেল জরিমানা করা হলো। নবাবজাদা ও কুলাঙ্গার বলা হলো। প্রবাসী নিষেধ সাইনবোর্ড টাঙ্গানো হলো।
কিন্তু এই করোনা ও লকডাউনের সময় প্রবাসীরা এত বিপদে থাকার পরও বাংলাদেশের খেটে খাওয়া গরীব মানুষের জন্য অকাতরে দান করে চলেছেন।যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা কোটি কোটি টাকার ত্রাণসামগ্রী ও নগদ অর্থসহায়তা দিচ্ছেন।
বাংলাদেশের দেশপ্রেমিক এই কৃতি সন্তানদের ভালবাসুন, সম্মান করুন। দেশে গেলে তাদের নিরাপত্তা দিন। জান-মালের ও জায়গা সম্পত্তির হেফাজত করুন। বিনিয়োগে উৎসাহিত করুন। এতে বাংলাদেশের শুধু লাভ আর লাভ। দেশের সরকার ও জনগণ যত তাড়াতাড়ি বিষয়টি বুঝবে তাতেই জাতির মঙ্গল।