প্রবাসীদের জন্য বৈষম্যহীন নীতি কার্যকর করার দাবিতে লন্ডনে প্রবাসী কল্যাণে পরিষদের সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২০ ২০২৪, ১০:০৮
গত ১৯ আগস্ট সোমবার বিকাল ৭ ঘটিকায় লন্ডন-বাংলা প্রেসক্লাবে ‘বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদ ইউকে’ এক সংবাদ সম্মেলন আয়োজন করে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল বারির (Abdul Bari)সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আহবাব হোসেন,প্রেস সেক্রেটারি মুশতাক বাবুলের যৌথ পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আশিকুর রহমান(Ashikur Rahman) ও সংগঠনের বর্তমান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। বিপ্লবী ছাত্রদের ও অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানো হয়। সভায় প্রবাসীদের মরদেহ সরকারি খরচে বিনামূল্যে বাংলাদেশে পাঠানো, বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ,সিলেট বিমানবন্দর সকল এয়ারলাইনের জন্য সুগম করার কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ কয়েকটি দাবি জানানো হয়।
পঠিত পয়েন্ট সমূহের সারাংশ নিম্নে উল্লেখ করা হলো।
শোক প্রকাশ: সাম্প্রতিক আন্দোলনে নিহত শিক্ষার্থী ও আন্দোলনকারীদের প্রতি গভীর শোক প্রকাশ ,আহতদের জন্য সমবেদনা ও সহানুভূতি জানানো হয়। তারা বলেন ছাত্র-ছাত্রীদের সাহস ও দৃঢ়তা দেশে একটি নতুন আশা প্রজ্জ্বলিত করেছে।
অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন: বিপিকেপি পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানানো হয়।
সংকটের সময় সেনাবাহিনীর নেতৃত্ব: সংকটের সময় সেনাবাহিনীর নেতৃত্ব, বিশেষ করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাদের ধন্যবাদ জানায়।
এনআরবি ভোটাধিকার নিশ্চিতকরণ: আগামী সাধারণ নির্বাচনের পূর্বে সকল এনআরবির ভোটাধিকার নিশ্চিত দাবি জানানো হয়।
এনআরবি প্রতিনিধিত্ব: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একক একজন উপদেষ্টা নিয়োগ দেওয়ার দাবি জানান।
পাসপোর্ট ক্লিয়ারেন্স প্রক্রিয়া সহজীকরণ: পাসপোর্ট ক্লিয়ারেন্সের নামে পুলিশ হয়রানি বন্ধের দাবি উত্তাপন করা হয়।
এনআরবিদের সম্পদ সুরক্ষা: এনআরবিদের সম্পদ রক্ষা, অবৈধ দখল রোধে এবং বাংলাদেশে তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়।
সিলেট বিমানবন্দরকে কার্যকরী আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তর: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল এয়ারলাইনের জন্য সুগম করার প্রতি আহবান করা হয়।
প্রবাসী মরদেহ বিনামূল্যে বাংলাদেশে পাঠানোর অনুরোধ:প্রবাসীদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মৃত প্রবাসীদের মরদেহ বিনামূল্যে সরকারি খরচে বাংলাদেশে পাঠানোর দাবি জানানো হয়।
বিমানবন্দরে হয়রানি বন্ধকরন: বাংলাদেশের সব বিমানবন্দরে এনআরবি এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের সাথে ইমিগ্র্যাশন ও এয়ারপোর্ট কর্মকর্তাগন যাতে পেশাদারিত্ব ও হয়রানিমুক্ত ব্যবহার করেন তা নিশ্চিত করতে বলা হয় সরকারের প্রতি।
উল্ল্যেখ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্য একটি অরাজনৈতিক সংগঠন, যা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও স্বার্থ রক্ষার জন্য কাজ করে।