প্রধান শিক্ষকের অবহেলায় নবম শ্রেণির ছাত্র নিহত
একুশে জার্নাল
মার্চ ১২ ২০২০, ১২:৪৭
ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের অন্তর্গত মির্জারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির অাব্দুল্লাহ(১৫) নামের এক শিক্ষার্থী বিদুৎস্পৃষ্টে মারা যায়।গত ১০ই মার্চ ( মঙ্গলবার) সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায় ওইদিন সকালে অাব্দুল্লাহ ক্লাস শুরু হওয়ার অাগে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে খেলতে যায়।ভবন হতে এক হাত দূরে উচ্চ ভোল্টেজের খুঁটির দ্বারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাথে সাথে মারা যায়।অাব্দুল্লাহর মৃত্যুর পর পর তার বন্ধুরা তাকে উদ্ধার করে এবং ডাক্তার দেখালে তাকে মৃত ঘোষণা করা হয়।শুরু ছাত্রদের অান্দোলন।ছাত্ররা বিদ্যুৎ খুঁটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে।মৃত্যু ও অান্দোলনের খবর চারদিকে ছড়িয়ে পড়লে উপজেলার নির্বাহী কর্মকর্তা সায়েদুল অারেফিন,উপজেলা চেয়ারম্যান অাবু তৈয়ব,ভূজপুর থানার ভারপ্রাপ্ত ওসি শেখ অাব্দুল্লাহ এবং নারায়ণহাট ইউনিয়নের চেয়ারম্যান হারুনর রশীদ ঘটনাস্থলে উপস্থিত হন।তারা ছাত্রের সাথে কথা বলেন।তাদের অান্দোলন না করে সুষ্ঠ বিচারের জন্য সহায়তা করতে বলেন।ছাত্র রাজি হয়ে তাদের অভিযোগ ও অধিকার তুলে ধরে। এই সময় প্রধান শিক্ষক অনুপস্থিত ছিলেন।তবে তার সাথে কথা বলে জানা যায় তিনি খুঁটি তোলার জন্য ফটিকছড়ি উপজেলার জিএমের সাথে কথা বললে তিনি দুই লক্ষ টাকা দাবি করেছিলেন বলে জানান।বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রশাসন সুষ্ঠ বিচারের অাশ্বাস দেন।
নিহত অাব্দুলাহ ওই ইউনিয়নের ইদিলপুর গ্রামের সওদাগরপাড়ার অাশরাফুল অালমের একমাত্র সন্তান।