প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৬ ২০২৪, ০১:৫৪

৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। ৩০ সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালেশিয়া ও গ্রিসসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তারা প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবির বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন। লিখিতভাবে তাদের বক্তব্য ও দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন।

প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে আলোচনার সূচনা হলো। সময়ের স্বল্পতায় অনেক কথা বলা সম্ভব হয়নি, তবে ছোট করে শুনলাম। লিখিত পত্র থেকে বিস্তারিত জানব এবং এগুলো নিয়ে পরবর্তীতে আরও আলোচনা হবে।’

বৈঠকে, সংগঠনের একাডেমিক এফায়ার্স ডিরেক্টর খেলাফত মজলিস নায়বে আমীর অধ্যাপক আবদুল কাদির সালেহ বাংলাদেশের সংবিধান পুনর্লিখন, স্বাস্থ্য সেবা, পানি সরবরাহ এবং প্রবাসীদের (NRB) অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন, পানির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অধ্যাপক সালেহ বলেন, “প্রতিটি নাগরিকের জন্য সঠিক স্বাস্থ্য সেবা এবং বিশুদ্ধ পানি নিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একইভাবে, প্রবাসীদের অধিকার সংরক্ষণ করতে হবে, তাদের দেশ-জাতির উন্নয়নে অবদানকে মূল্যায়ন করতে হবে।”

যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান তিনি।

এই সাক্ষাৎকার এবং প্রস্তাবনার মূল উদ্যোক্তা, সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর হাসানাত হুসাইন এমবিই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, উনার পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর ভাইস প্রেসিডেন্ট মাহিদুর রহমান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ডিজি ও লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদ, ব্যারিস্টার নাজির আহমেদ, এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ (BPKP) এর অ্যাক্টিং প্রেসিডেন্ট আবদুল বারী প্রমুখ।