“প্রধানমন্ত্রী স্বর্ণপদক’’ পাচ্ছে কুবির ৫ শিক্ষার্থী
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৭ ২০১৯, ১৮:১৬
এম এম ইরফান, কুবি::
স্বস্ব অনুষদে স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতস্বরূপ
“প্রধানমন্ত্রী স্বর্ণপদক’’-২০১৮’র জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ থেকে একজন করে মোট পাঁচজন শিক্ষার্থীকে স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে। এতে কলা ও মানবিক অনুষদ থেকে সিজিপিএ ৩.৪৪ পেয়ে বাংলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঈশিতা ফেরদৌস এবং সামাজিকবিজ্ঞান অনুষদ থেকে সিজিপিএ ৩.৭৯ পেয়ে অর্থনীতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ধীমান বসু মনোনীত হয়েছেন।
অন্যদিকে বিজ্ঞান অনুষদ থেকে সিজিপিএ ৩.৯৩ পেয়ে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মুল খায়ের সুমি। প্রকৌশল অনুষদ থেকে সিজিপিএ ৩.৯৬ পেয়ে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ কামরুল হাসান মনোনীত হয়েছেন। এছাড়া ব্যাবসায় শিক্ষা অনুষদ থেকে সিজিপিএ ৩.৮৮ পেয়ে একাউন্টিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরীফা আক্তার নিপা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।