প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন দুর্ঘটনায় হাত হারানো জুড়ীর মনসুর আলী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৮ ২০২০, ২২:৫৫

জহিরুল ইসলাম সরকার, জুড়ী প্রতিনিধি (মৌলভীবাজার):  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতা পেলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দুর্ঘটনার শিকার হয়ে এক হাত হারানো মনসুর আলী।

রবিবার (৮ নভেম্বর) সকালে জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রধানমন্ত্রীর দেওয়া ১ লক্ষ টাকার চেক মনসুর আলীর হাতে তুলে দেন।

মনছুর আলীর বাড়ি জুড়ী উপজেলার সীমান্তবর্তী লাঠিটিলা এলাকার ডুমাবাড়ি গ্রামে। গত ২০ আগস্ট দুর্ঘটনার শিকার হন তিনি। প্রতিদিনের মতো ওই দিন ধান মাড়ানোর মেশিন নিয়ে বাড়ি থেকে বের হন। এক বাড়িতে ধান মাড়ানোর সময় হঠাৎ তার ডান হাতটি মেশিনের ভেতর চলে যায়। সঙ্গে সঙ্গে হাতের কনুই পর্যন্ত ভেঙে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার ৫ দিন পর মনছুরের ডান হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা হয়। কয়েকদিন চিকিৎসা করিয়ে টাকার অভাবে বাড়িতে নিয়ে আসেন তার পরিবার। মনসুর আলীর চিকিৎসায় বিশেষ সহযোগিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ খান শাহীন ও কেয়ার ফাউন্ডেশনের সদস্যরা।

এ সংবাদ দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমসহ স্থানীয় কয়েকটি গণমাধ্যমে প্রচার হলে তা জুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করলে মনসুর আলীর নামে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান থেকে এক লক্ষ টাকার চেক প্রেরণ করা হয়।

মনসুর আলী বলেন, প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে আমি খুব খুশি। যারা আমাকে প্রথম থেকে সহযোগীতা করেছে তাদের প্রতিও কৃতজ্ঞ। আমার কৃত্রিম হাত লাগানোর জন্য আরও বেশ কিছু টাকা লাগবে।

একই গ্রামের আব্দুল মালিক মনসুর আলীকে সার্বক্ষনিক দেখাশোনা করছেন। তিনি বলেন, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। দেশ বিদেশ থেকে মসুর ভাইকে অনেকে সহযোগিতা করেছেন। তার চিকিৎসার জন্য আরও কিছু টাকা লাগবে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস বলেন, গত সেপ্টেম্বরে পরিবেশ মন্ত্রী মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আর্থিক অনুদানের জন্য আবেদন করি। গতকাল মন্ত্রী বাড়িতে আসার সময় মনসুর আলীর আর্থিক অনুদানের চেকটি নিয়ে আসেন।