প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার সকল মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে যাচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১১ ২০২০, ১৭:৫৭
তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান বলেছেন, অসহায় বন্যার্ত মানুষের পাশে আছি, থাকবো। বন্যা দুর্যোগে নিম্ন আয় ও অসহায় একটি মানুষও না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে সরকার সকল মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে যাচ্ছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কামরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর শাখার আয়োজনে গ্রামীণ ফোনের সহযোগীতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের সময় তিনি এসব বলেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা শাখার সহ সভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলামসহ অনেকেই।
এ সময় এক হাজার বন্যার্তদের মাঝে জনপ্রতি করে চাল সাড়ে ৭ কেজি,ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ ১ কেজি, চিনি ১ কেজি ও হাফ কেজি সুজি দেওয়া হয়।