প্রধানমন্ত্রীর জন্মদিনে জুড়ী উপজেলা যুবলীগের চারা রোপন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৮ ২০২০, ২১:৩৬

জহিরুল ইসলাম সরকার, জুড়ী প্রতিনিধি:মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা যুবলীগের আয়োজনে গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে।২৮ সেপ্টেম্বর সোমবার দিনব্যাপি গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচি উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, বাংলাদেশ আওয়ামী লীগ জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুক আহমদ সহ উপজেলা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।