প্রধানমন্ত্রীর উপহার পেল আনোয়ারার হতদরিদ্র ৩৬৬ পরিবার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৩ ২০২০, ১৯:০৯

মোহাম্মদ মহিউদ্দিন, কর্ণফুলী চট্টগ্রাম প্রতিনিধি; 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৩৬৬ পরিবারে পেল খাদ্য সামগ্রী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বারশত ইউনিয়ন পরিষদের এসব খাদ্য সামগ্রী তুলে দেন ইউপি চেয়ারম্যান এম. এ কাইয়ূম শাহ্।

এসময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন, উপজেলা তথ্য অফিসার আয়শা আকতার, ইউপি সচিব আজগর আলী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, ইউপি সদস্য নুরুল ইসলাম, আব্দুল গফুর, আব্দুল হামিদ, জমির উদ্দিন, মহিলা ইউপি সদস্যা রাজিয়া সুলতানা, পারভিন আকতার, লাকী আকতার।

শেখ হাসিনা সরকার তিন দফায় ৬১৬ পরিবার ও স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপির পক্ষ ৯০০ পরিবারসহ ১৫শত ১৬ পরিবারকে এ পরিষদের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়। এছাড়াও ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ৩শত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।

বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ বলেন, করোনা ভাইরাসের দূর্যোগ মূহুর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের দিক-নির্দেশনায় সার্বক্ষনিক এলাকায় জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। যতদিন এই মহামারী থেকে মুক্তি না পাই ততদিন জনগণের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাব ইনশা আল্লাহ। সবাইকে সরকারের নির্দেশনা যথাযথ মেনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ঘরে থাকাররও আহবান জানান তিনি।