প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে ভুল করেছেন, আক্রমণকারীদের রুখে দাঁড়ান- মান্না

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৪ ২০১৮, ০০:২০

আক্রমণকারীদের সামনে শান্তির পতাকা না তুলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। 

আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘কোটা সংস্কার আন্দোলনে নিপীড়িত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ এবং আমাদের করণীয়’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি। 
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে ভুল করেছেন, তখন উঠে না গেলে নতিস্বীকার করতে বাধ্য হতো। তারা সহজে মাথা নোয়াবে না, মাথা নোয়ালে তো ক্ষমতা ছাড়তে হবে। তারা ক্ষমতা ছাড়বে না। তাই নির্যাতন-নিপীড়ন বন্ধ করতে হলে তাদের ক্ষমতাচ্যুত করতে হবে।’ 
মাহমুদুর রহমান আরও বলেন, ‘আক্রমণকারীদের সামনে শান্তির পতাকা তুলে লাভ হবে না, রুখে দাঁড়ান। এভাবে মার হজম করা যাবে না। কথায় ভুলবেন না, তাদের মিথ্যাচারে কান না দিয়ে নিজেদের দাবি আদায়ে সচেষ্ট থাকুন।