প্রধানমন্ত্রীকে চিঠি অতঃপর সেতু মিলল পটুয়াখালীর পায়রায়
একুশে জার্নাল ডটকম
মার্চ ১১ ২০২০, ১৬:৪২
মোঃমেহেদী হাসান, জেলা প্রতিনিধি, পটুয়াখালী
পটুয়াখালী সদর উপজেলা ও মির্জাগঞ্জ উপজেলায় একমাত্র যোগাযোগ ব্যবস্থা পায়রা ফেরি । কিন্তু এতে জনসাধারণের পোহাতে হচ্ছে প্রতিনিয়ত নানা দূর্ভোগ। সময়মত ফেরি না ছাড়া, একটু আবহাওয়া খারাপ হলে ট্রলারের ভাড়া বৃদ্ধি সহ নানা সংকট।
২০১৬ সালে নিজ এলাকার পায়রা নদীতে সেতু চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল পটুয়াখালীর শিশু শীর্ষেন্দু বিশ্বাস। সেই চিঠির জবাব দিয়ে সেতু নির্মাণের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার সেই আশ্বাস পূরণ করল সরকার। স্বপ্নপূরণ হতে যাচ্ছে শীর্ষেন্দুর। সেতুর নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
পটুয়াখালীর পায়রা নদীর উপরে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি সেতু হচ্ছে। এতে ব্যয় হবে এক হাজার ৪২ কোটি টাকা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে পায়রা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পসহ নয় প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ১১৩ কোটি ২৭ লাখ টাকা।



