প্রতি রাতেই ঢাকা থেকে হালুয়াঘাটে অনুপ্রবেশ করছে অসংখ্য লোক: উদ্বিগ্ন স্থানীয়রা

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২০ ২০২০, ১১:২৮

আবির আবরার: সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬ টার পর থেকে এক উপজেলার মানুষ অন্য উপজেলায় যাওয়া নিষিদ্ধ, এমনকি এক গ্রামের মানুষ অন্য গ্রামে যাওয়াও নিষিদ্ধ। কিন্তু ঘোষিত লকডাউন মানছে না অনেকেই। প্রতি রাতেই ঢাকা থেকে হালুয়াঘাটে অনুপ্রবেশ করছে অসংখ্য মানুষ। রাত যত গভীর হয় বাহির এলাকা থেকে প্রচুর পরিমাণ মাহিন্দ্র (ভটভটি), সিএনজি, মাইক্রোবাস ইত্যাদি দিয়ে প্রচুর পরিমাণে মানুষ ঢুকে পড়ছে হালুয়াঘাটে।

এতে করে স্থানীয় লোকজন চরম উদ্বিগ্নতা প্রকাশ করছে। তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য হালুয়াঘাট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

স্থানীয় আব্দুল কাদের নামক এক ব্যক্তি জানান, গত বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে আসার সময় একটি পিকআপে ১৩ জন ও একটি ট্রাকে করে ৪০ জন লোক ঢাকা থেকে আসতে দেখলাম। নামার পর একসঙ্গে যখন ওরা হেঁটে বাড়ির পথ ধরেছে আমার কাছে মনে হল কোন মিছিল যাচ্ছে। এরাই তো ঢাকা থেকে করোনাভাইরাস হালুয়াঘাটে নিয়ে আসছে।

মোহাম্মদ আব্দুল্লাহ জানান, এমনিতেই অনেক পরিমাণ মানুষ ঢুকে পরেছে কয়েক দিনে বিভিন্ন জায়গা থেকে, এখন পর্যন্ত ঢুকতেছে। রাত ২টা হতে ভোর রাত পর্যন্ত এই কাজগুলা হয়। দয়া করে প্রশাসন যদি এই দিকটা একটু খেয়াল রাখে সবার উপকার হবে বলে আশা করি।