প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ আলিমুজ্জামান

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০২ ২০২০, ২০:০৪

ফরিদপুর জেলা সংবাদদাতা: শারীরিক প্রতিবন্ধী,অসহায় ও হতদরিদ্র মোঃ আকুব্বর শেখের চলাফেরার সুবিধার্থে হুইল চেয়ার দিয়ে তার পাশে দাঁড়ালেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ আলীমুজ্জামান।

আজ রবিবার ০২মার্চ, ২০২০ বিকেলে মোঃ আকুব্বর শেখ ও তার পরিবারের সদস্যরা পুলিশ সুপারের কার্যালয় চত্বরে এসে হুইল চেয়ারটি গ্রহণ করেন।

মোঃ আকুব্বর শেখের পারিবারিক সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার সালথা উপজেলার মাঝারদিয়া গ্রামের বাসিন্দা আকুব্বর শেখ গ্যাংরিনে আক্রান্ত হয়ে প্রায় দুই যুগ আগে দুটি পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সম্প্রতি ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ আলীমুজ্জামান বিষয়টি জানতে পেরে তার জন্য আধুনিক মানের হুইল চেয়ারের ব্যবস্থা করেন। বিকেলে আনুষ্ঠানিকভাবে আকুব্বর শেখকে হুইল চেয়ারটি দেওয়া হয়। এ সময় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং মোঃ আকুব্বরের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।