প্রতিদিন গাছের ডালে ঝুলে ৩ ঘন্টা অনলাইন ক্লাস করছে যুবক
একুশে জার্নাল
মে ১৯ ২০২০, ২১:৪১
মোঃ উজ্জ্বল, নিজস্ব প্রতিনিধি: বাড়িতে ইন্টারনেটের সমস্যা। এ দিকে লকডাউনে অনলাইন ক্লাস না করতে পারলে পিছিয়ে পড়তে হবে। ভাল নেটওয়ার্ক বা হাইস্পিড ইন্টারনেট পেতে তাই বাড়ি থেকে এক কিলোমিটার পথ হেঁটে, পাহাড়ের উপর একটা উঁচু গাছের মগডালে চড়ে বসেন যুবক। উঁচু গাছের মগডালে ঝুলে ঝুলেই ৩ ঘন্টা করে নিয়মিত অনলাইন ক্লাস করেছেন তিনি।
এক হাতে শক্ত করে গাছের ডাল আঁকড়ে ধরে অন্য হাতে স্মার্টফোনে দিব্যি অনলাইন ক্লাস করেছেন ওই যুবক।
ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর বক্কালা গ্রামের শিরিষ তালুক অঞ্চলে। শিরিষ তালুকের বাসিন্দা স্নাতকোত্তরের (পোস্ট গ্রাজুয়েট) এক ছাত্র শ্রীরাম হেজ এ ভাবেই ঝুঁকি নিয়ে প্রতিদিন অনলাইন ক্লাস করেছেন।
শ্রীরাম জানিয়েছেন, গ্রামে শুধুমাত্র BSNL -এর নেটওয়ার্ক পাওয়া যায়। আর ইন্টারনেটের ভাল সিগন্যাল পাওয়ার জন্য তাকে ওই গাছের উপর উঠতে হয়। প্রতিদিন তিনটে করে ক্লাস করতে হয়। ক্লাস শুরু হয় সকাল থেকে বেলা ১০ পর্যন্ত। ফের বেলা ৩ টা থেকে আর একটা ক্লাস শুরু হয়। দুপুরে রোদে গাছে উঠে ক্লাস করা খুবই কষ্টকর। তবুও কোন উপায় নেই। দুপুরের গরম সহ্য করে না হয় ৩ ঘন্টা ক্লাস করে নিচ্ছেন শ্রীরাম। কিন্তু বর্ষাকালে বৃষ্টি নামলে কী ভাবে নিয়মিত অনলাইন ক্লাস করবেন, তা নিয়ে এখন থেকেই দুশ্চিন্তায় পড়ছেন ওই যুবক।