প্যারিসে খেলাফত মজলিস নেতা শেখ গোলাম আসগর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২০ ২০২০, ১৭:৪৮
খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচীব ও ঢাকা মহানগরীর সভাপতি, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি শেখ গোলাম আসগর ভাই এর ইন্তেকালে ফ্রাঙ্ক মজলিস ফ্রান্সের শোক প্রকাশ ও স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
২০ ফেব্রুয়ারী , বুধবার রাত ৮ ঘটিকায় প্যারিসের খ্যাতসিমা সোনার বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ফ্রাঙ্ক মজলিস ফ্রান্সের সভাপতি মাওলানা সেলিম উদ্দীনের সভাপতিত্বে ও ফ্রাঙ্ক মজলিস ফ্রান্সের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল হকের পরিচালনায় মাহফিল শুরু হয়।
উপস্থিত ছিলেন ফ্রাঙ্ক মজলিস ফ্রান্সের নেতৃবৃন্দ সহসভাপতি মুফতি হাবিবুর রাহমান, সহ-সাধারণ সম্পাদক- মাওলানা ফাহিম বদরুল হাসান, প্যারিস মহানগর সভাপতি মাওলানা কাওছার উদ্দীন, সাংগঠনিক সম্পাদক- হাফিজ মাওলানা সাইফ আহমদ, বায়তুলমাল সম্পাদক- মোঃ সুমন আহমদ, প্যারিস মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা আমিন উদ্দীন সুলতান, ভাবিনি শাখার সভাপতি -হাফিজ ইমরান আহমদ, ভবিনি শাখার সেক্রেটারী মাওলানা শিব্বীর আহমদ, প্যারিস মহানগর বায়তুল সম্পাদক হাফিজ নাসির উদ্দীন, হাফিজ মাওলানা সাদরুল হাসান, হাফিজ মাহমুদুল হাসান, মোঃ ফরহাদ তালুকদার.হাফিজ শিব্বির আহমদ এছাড়া ফ্রান্সে অবস্থানরত বাংগালী কমিউনিটির বিশিষ্টজন মাওলানা মুজিবুর রহমান, জনাব শামীম মুল্লাহ,জনাব সালেহ আহমদ চৌধুরী, জনাব মিজান শিকদার,জনাব ইসলাম উদ্দিন, জনাব হারুনুর রশীদ, জনাব কায়েস আহমদ প্রমুখ, পরিশেষে শেখ গোলাম আসগর, আল্লামা আশরাফ আলী রহঃ, আল্লামা হবিগন্জী রহঃ, আল্লামা কিশোরগঞ্জী সহ দেশের বিশিষ্ট আলেমদের মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়।