পোস্টার নেই ঝুলছে ফাকা রশি!
একুশে জার্নাল
ডিসেম্বর ১৮ ২০১৮, ০৫:৩৯
মাহবুব হোসাইন: আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর পর থেকেই নির্বাচনী পোস্টারে ছেয়ে গিয়েছিল রাজধানীর অলিগলি। বিভিন্ন সড়কের ওপর রশিতে ঝুলছিল এসব পোস্টার। কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে অধিকাংশ পোস্টার। গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
প্রার্থীদের প্রচারকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, পোস্টার নষ্ট হয়ে যাওয়ায় এখন তাঁদের আবার নতুন করে পোস্টার লাগাতে হবে। পোস্টার নষ্ট হওয়ায় প্রার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গতকাল ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, লেমিনেটিং করা পোষ্টার ছাড়া বেশির ভাগ পোস্টারই নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় রশি ঝুলছে, কিন্তু পোস্টার নেই। কোথাও রশিতে ঝুলছে ছেঁড়া পোস্টার। কোথাও কোথাও রশিও ছিঁড়ে নিচে পড়ে আছে। বেশির ভাগ পোস্টারই নৌকার। কিছু কিছু জায়গায় লাঙল, কাস্তে, কুলা, কোদাল ও হাতপাখা প্রতীকের পোস্টার দেখা গেছে। আর হাতে গোনা দু-একটি আসনে ছিল ধানের শীষ প্রতীকের পোস্টার।
রমনা তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল নিয়ে গঠিত ঢাকা ১২ আসন, সরেজমিনে ঘুরে দেখা গেছে এখানকার প্রতিটি ওয়ার্ড অলিগলিতে লাগানো ছিল নৌকার পোস্টার, কিন্তু এখন বেশিরভাগ জায়গাই শুধু ফাকা রশি ঝুলছে, দু এক জায়গায় কিছু পোস্টার দেখা গেছে।
নামপ্রকাশে অনেকচ্ছুক হাতপাখার এক সমর্থক একুশে জার্নালের প্রতিনিধিকে বলেন আমরা ১৬ ডিসেম্বর রাতে হাতপাখার কিছু পোস্টার লাগিয়েছিলাম আমবাগান এলাকায়, সকালে নৌকার সমর্থকেরা আমাদের সব পোস্টার ছিড়ে ফেলে,,এখন আল্লাহ তাদের বিচার করেছে কোথাও তাদের পোস্টার নেই।
জানা গেছে, প্রতিটি সাদা–কালো নির্বাচনী পোস্টারের জন্য দুই থেকে আড়াই টাকা খরচ হয়। ঢাকা মহানগরীর নির্বাচনী আসনগুলোতে ঠিক কী পরিমাণ পোস্টার টাঙানো হয়েছিল, তার সুনির্দিষ্ট কোনো হিসাব নেই। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ পর্যন্ত ১৫টি নির্বাচনী আসনে টানানো পোস্টারের সংখ্যা কয়েক লাখ হবে।