পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা
একুশে জার্নাল
জানুয়ারি ১৩ ২০১৯, ১৩:৪৯

আজ রোববার বিকেল ৫টায় সচিবালয়ের শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
সংশোধিত কাঠামো অনুসারে এক নম্বর গ্রেডে মজুরি এখন থেকে হবে ১৮ হাজার ২৫৭ টাকা। দুই নম্বর গ্রেডে মজুরি হবে ১৫ হাজার ৪১৬ টাকা। তিন নম্বর গ্রেডে এখন থেকে মজুরি হবে ৯ হাজার ৮৪৫ টাকা।চার নম্বর গ্রেডে সংশোধিত কাঠামো অনুযায়ী শ্রমিকদের মজুরি হবে ৯ হাজার ৩৪৭ টাকা। আর পাঁচ নম্বর গ্রেডে সংশোধিত বেতন কাঠামো অনুয়ায়ী এখন থেকে শ্রমিকদের মজুরি হবে ৮ হাজার ৮৭৫ টাকা। তবে ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে মজুরি কাঠামোতে কোনও পরিবর্তন আনা হয়নি।
এদিকে বৈঠকের পর শ্রমিক নেতারা নতুন মজুরি কাঠামো অনুমোদন করেন এবং স্বাক্ষর করেন বলে নিশ্চিত করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, ‘পোশাক শ্রমিকরা জানুয়ারি মাসের বেতন নতুন মজুরি কাঠামো অনুসারে পাবেন। নতুন মজুরি কাঠামো অনুসারে ডিসেম্বর মাসে যে পরিমাণ টাকা কম পেয়েছেন, তাও জানুয়ারি মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে।’
এ সময় বিক্ষোভের সময় যারা ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলেও বাণিজ্যমন্ত্রী জা্নান। পাশাপাশি নিহত শ্রমিকের পরিবারকে সরকারি ক্ষতিপূরণের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী নিজেও ১ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।
এসময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন-শ্রম সচিব আফরোজা খান, বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, পোশাক কারখানা মালিকদের পক্ষে বিজিএমই’ সভাপতি সিদ্দিকুর রহমান, সালাম মুর্শেদী এমপি, আতিকুর রহমান, শফিউল ইসলাম মহিউদ্দিন, এ কে আজাদ এবং শ্রমিকদের পক্ষে নাজমা আকতার, ফজলুল হক মন্টু, আমিররুল ইসলাম আমিন এসময় সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মন্টু ঘোষসহ শ্রমিক নেতারা।
প্রসঙ্গত, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক শ্রমিকদের এক সপ্তাহ ধরে চলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিষয়টি সমাধানে পাঁচ গ্রেডে মজুরি সমন্বয়ের নির্দেশ দেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব এবং পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-র নেতাদের গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী।