পূর্ব গৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি খৎনা ক্যাম্পেইন অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৪ ২০২২, ১৩:৪৩
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি খৎনা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ অক্টোবর)বিকালে পুর্ব গৌরীপুর ইউনিয়নের স্থানীয় চৌধুরী মার্কেটে ফাউন্ডেশন এর সভাপতি রকিবুল হাসান কামিল এর সভাপতিত্বে ও সম্পাদক মারুফ আলম তালুকদার মিজু সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন শামস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, পূর্ব গৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক তামিমুল করিম হৃদয়,উপদেষ্টা কমিটির সদস্য প্রবাসী বিশিষ্ট শিক্ষাণুরাগী শেখ খালেদ আহমদ, ইউপি সদস্য ডাক্তার মির্জা আবু নাসের রাহেল, শেখ আব্দুল করিম, জালাল আহমদ , বিশিষ্ট সমাজসেবক মুকিত আহমদ চৌধুরী, দারুল আহকাম মাদরাসার শিক্ষক হাফিজ আব্দুল মালিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর সহ সভাপতি মির্জা শাওন আল মামুন, ক্রিড়া বিষয়ক সম্পাদক জুনেল আহমদ তালুকদার, সমাজ কল্যান সম্পাদক আব্দুর রহমান নয়ন, উপ দপ্তর সম্পাদক হাফিজ জুবেল আহমদ, সুহেদ আহমদ, সদস্য সুব্রত দাশ, শামিম আহমদ চয়ন প্রমুখ।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০জন দুস্ত শিশুদের চিকিৎসা সহ খৎনা ধাপে ধাপে করার সিদ্ধান্ত হয়।