পূজার প্রসাদ খেয়ে হাসপাতালে ৫০ স্কুল শিক্ষার্থী
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ১১ ২০১৯, ০৪:৫৩

ভারতে স্বরসতী পূজার প্রসাদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে এক প্রাইমারি স্কুলের কমপক্ষে অর্ধশত শিশু। তাদেরকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার স্বরসতী পূজার আয়োজন করা হয়েছিলো ঝাড়খণ্ড রাজ্যের লোহারদেগা জেলার এক প্রাইমারি স্কুলে। পূজা শেষে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রসাদ হিসেবে বুন্দি (এক ধরনের মিষ্টি) বিতড়ণ করা হয়। এই মিষ্টি খাওয়ার পরপরই শিশুরা অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে । পরে অসুস্থ ৫০ জনকে জেলার সদর হাসাপাতালে ভর্তি করা হয়।
ওই হাসপাতালের চিকিৎসক ড. কুমার জানান, ওই শিশুরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলো। তবে এখন তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
অসুস্থ হওয়া শিশুদের বয়স ছয় থেকে সাতের মধ্যে।
এদিকে এ ঘটনার তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
সূত্র: হিন্দুস্তান টাইম