পুলিশের তাড়া খেয়েও রাতের আঁধারে মডেল মসজিদ নির্মাণ কাজের ফলক ভাঙচুর

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২৭ ২০২০, ০২:০১

মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড(চট্রগ্রাম) প্রতিনিধি: বৃহস্পতিবার (২৫ জুন ২০) উপজেলার ফকিরহাট এলাকায় সাদেক মস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে মসজিদ নিরাপত্তা প্রহরীকে মারধরের পর উদ্বোধন ফলক ভাঙচুরের চেষ্টা চালায় দুষ্কৃতিকারীরা।

চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় সাদেক মস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে মডেল মসজিদ নির্মাণ কাজের ফলক ভাঙচুর করা হয়।

এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ চলে গেলে আবার দুস্কৃতিকারীরা ঘটনাস্থলে মসজিদের ফলক ভাঙচুর করেন বলে জানা যায়।

সীতাকুণ্ডে স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলমের উদ্বোধনের দু’দিন পর রাতের আঁধারে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন ফলক ভাঙচুর করা হয়েছে।এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, মডেল মসজিদ নির্মাণ কাজে দুস্কৃতিকারীরা ভাঙচুর চালাচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ দেখে হামলাকারিরা পালিয়ে যায়। পরে দুস্কৃতিকারীরা গভীর রাতে এই ফলক ভাঙচুর চালায়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।