পুরো দেশে শান্তি, শুধু কাবুল বিমানবন্দরে অশান্তি – তা লে বা ন
একুশে জার্নাল
আগস্ট ২৩ ২০২১, ০২:৪৪

কাবুল থেকে হাজারো আফগান ও বিদেশিদের সরিয়ে নিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তালেবান।
ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে যে তালেবানদের কাছ থেকে ঝুঁকিপূর্ণ সবাইকে সরিয়ে নেওয়া ‘অসম্ভব’। সারা দেশে শান্তি আছে, কিন্তু কেবল কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা, বলেন তালেবান কর্মকর্তা আমির খান মুতাকি।
এদিকে বিশৃঙ্খল কাবুল বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করেছেন আফগানিস্তানের তালেবান যোদ্ধারা। বিমানবন্দরের প্রধান ফটকের বাইরে লোকজন যাতে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হতে পারে, তা নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের চৌহদ্দীর বাইরে লোকজনকে জড়ো হওয়ার অনুমোদন দিচ্ছে না তালেবান। এ সময় তালেবানরা বিমানবন্দরের বাইরে ভিড় কমাতে ফাঁকা গুলিবর্ষণ করেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার রাতে অস্ট্রেলিয়ার চারটি বিমানে করে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার তিন শতাধিক নাগরিক কাবুল ত্যাগ করেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, দেশ ছাড়তে আফগানরা বিমানবন্দরে জড়ো হওয়ার পর সৃষ্ট বিশৃঙ্খলার কারণে সাতজন নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।