পীর হাবিব’র মৃত্যুতে শোক ও দোয়া মাহফিল
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ০৫ ২০২২, ২০:২৭
ছাতক প্রতিনিধি:
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, সুনামগঞ্জের কৃতি সন্তান, সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ এর বড় ভাই পীর হাবিবুর রহমান ইন্তেকালে করেছেন। ইন্না–রাজিঊন। পীর হাবিবুর রহমানের মৃত্যুতে শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ছাতক প্রেসক্লাব কার্যালয়ে তাৎক্ষণিক এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনির পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, বর্তমান সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ, সদস্য মোশাহিদ আলী, নাজমুল ইসলাম ও আরিফুর রহমান মানিক।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।