পীযুষদের ইন্ধনদাতাদের খুঁজে বের করতে হবে – মাওলানা মুহাম্মাদ মামুনুল হক
একুশে জার্নাল
মে ১৬ ২০১৯, ০৯:২১
হাবিব আনওয়ারঃ
মুসলমানদের ধর্মপরায়নতা ও তাকওয়ার পরিচয়কে জংগিবাদের ইন্ডিকেটর সাব্যস্ত করার প্রতিবাদ করে যুব মজলিস সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, দাড়ি রাখা ও টাখনুর উপর কাপড় পরিধান, ধর্মীয় বিষয়ে পড়াশুনা করা যেখানে মানুষের পরিশুদ্ধ আত্মা ও তাকওয়ার পরিচায়ক সেখানে পীযুশ গংদের তথাকথিত “সম্প্রীতি বাংলাদেশ” নামক সাম্প্রদায়িক সংগঠন এগুলোকে সন্ত্রাস ও জংগীবাদের চিহ্ন হিসেবে প্রচার করছে।
এসময় তিনি একযোগে সকল জাতীয় পত্রিকায় এ বিজ্ঞাপন প্রচারের অর্থের উৎস ও তাদের পিছনের অশুভ ইন্ধন্দাতারের খুঁজে বের করার দাবী জানান।
তিনি বলেন, যারা পীযুষদের অর্থায়ন করে এই উস্কানীমূলক বিজ্ঞাপন প্রচার করছে তারাই মূলত জঙ্গী; তারা মুসলমানদের উস্কানি দিয়ে এদেশে গৃহযুদ্ধ বাঁধাবার পায়তারা চালাচ্ছে। জংগীবাদ দূর করতে হলে আড়ালের এই রহস্যময় শক্তিকে খুঁজে বের করে গোটা জাতী ও সমাজকে ঐক্যবদ্ধভাবে এদের প্রতিহত করতে হবে।
আজ সন্ধায় রাজধানীর পল্টনস্থ খানা বাসমতি রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মহানগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলামের সভাপতিত্বে ও সহ সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের পরিচালনায় মাহফিলে আরো বক্তব্য রাখেন যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সমাজকল্যান বিভাগের সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর সভাপতি মাওলানা রূহুল আমীন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন, ঢাকা মহানগর সভাপতি মুহাম্মাদ মোশাররফ হুসাইন প্রমুখ।