পিয়াইনগুল স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থীর বিষপানে মৃত্যু, থানায় মামলা
একুশে জার্নাল
নভেম্বর ১১ ২০২২, ২১:০৭
গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের খাদিম নগর ইউনিয়নের রঙ্গিটিলা গ্রামে বিষপানে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত সুমি বেগম পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত সুমি বেগমের মা রাহেলা বেগম জানান, গত ৩ নভেম্বর, সন্ধ্যা আনুমানিক ৭টার সময় সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন রঙ্গিটিলা গ্রামে ভিকটিম সুমি বেগমের বসতঘরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিহতের মা রাহেলা বেগম বাদী হয়ে ছালিয়া (বাতান) গ্রামের শুকুর মিয়ার ছেলে মামুন মিয়া (২৫) কে বিবাদী করে এসএমপির এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এয়ারপোর্ট থানায় দেয়া লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার(১০ নভেম্বর) রাতে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ ময়নুল জাকির।
বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন রঙ্গিটিলা গ্রামের মৃত মখন মিয়া ও রাহেলা বেগমের মেয়ে নিহত সুমি বেগম (১৭), বিবাদী মামুন মিয়ার সাথে দীর্ঘদিন ধরে সুমি বেগমের প্রেমের সম্পর্ক ছিল। পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সুমি বেগমের সাথে মামুন মিয়ার প্রেমের সম্পর্ক থাকায় একে-অপরের বাড়িতে ঘন ঘন যাতায়াত করতো। এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর দুপুরে সুমি বেগম ও মামুন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া সৃষ্টি হয়। উভয়ের মধ্যে ঝগড়াঝাটির পর মামুন মিয়া তার নিজ বাড়িতে চলে গেলে সুমি বেগম বিষপান করে। খবর পেয়ে সুমি বেগমের আত্মীয় স্বজনরা তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৭ টায় সুমি বেগম মৃত্যুবরণ করে। সুমি বেগম মারা যাওয়ার পর পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের পর দাফন করেন তার পরিবার।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ ময়নুল জাকির জানান, সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন খাদিম নগর ইউনিয়নের রঙ্গিটিলা গ্রামের মৃত মখন মিয়ার মেয়ে সুমি বেগম বিষপানে মৃত্যু বরণ করেছে বলে প্রাথমিক ভাবে প্রতীয়মান হচ্ছে। তবে সুমি বেগমের মা রাহেলা বেগম বাদী হয়ে ছালিয়া (বাতান) গ্রামের শুকুর মিয়ার ছেলে মামুন মিয়া (২৫)কে আসামী করে এয়ারপোর্ট থানায় একটি মামলা রুজু করেছেন। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।