পিকআপ থেকে পড়ে আহত মির্জা ফখরুল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ৩০ ২০১৯, ২৩:২৬

রংপুর সদর-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপি’র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় পিকআপ ভ্যান থেকে পড়ে আহত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া শাখার সদস্য শায়রুল কবির খান জানান, নির্বাচনী প্রচারণা চালানোর সময় মির্জা ফখরুলকে বহনকারী পিকআপ ভ্যানটি হঠাৎ ব্রেক করলে, তিনি পড়ে যান। এসময় তার বাম হাত কেটে গিয়ে রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে যান।