পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় স্টাডি হেল্প কোচিং সেন্টার’র সাফল্য
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ০৮ ২০১৯, ১৪:০৭
এহসান বিন মুজাহির: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর রামনগর মণিপুরীতে অবস্থিত স্টাডি হেল্প কোচিং সেন্টার অ্যান্ড কম্পিউটার একাডেমির শিক্ষার্থীরা পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ফাইভসহ শতভাগ সাফল্য অর্জন করে। সম্প্রতি প্রকাশিত পিইসি পরীক্ষায় সুদীপ্ত সিংহ, জেএসসি পরীক্ষায় নাজনীম আক্তার সুকন্যা এবং দেবশ্রী শম্মা এসএসসি পরীক্ষায় ২০১৮ সালে অংশগ্রহণ করে জিপিএ ফাইভ পেয়ে কোচিং সেন্টার’র সুনাম অব্যাহত রাখে। স্টাডি হেল্প কোচিং সেন্টার অ্যান্ড কম্পিউটার একাডেমির পরিচালক হাবিবুর রহমান জানান-অসহায়-গরীব শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা, শিক্ষার্থীর পড়ালেখায় মানোন্নয়নের দিকে লক্ষ্য রেখেই ২০১৬ সালের জানুয়ারি থেকে তিনি কোচিং সেন্টার’র যাত্রা শুরু করেন।